বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৯:১০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন,ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেপ্তার না করলে নারী সমাজ ক্ষুব্দ হতো।
আইন-শৃঙ্খলা বাহিনী যদি মইনুল হোসেনকে গ্রেপ্তার না করত তাহলে নারী সমাজ ক্ষুব্দ হতো।কারন কোর্ট ওয়ারেন্ট দিয়েছে। সে জন্য গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
‘উন্নয়নের রোল মডেল বাংলাদেশ: বর্তমান সরকারের মূল্যায়ন (২০০৯-২০১৮)’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে রাষ্ট্রবিজ্ঞান সমিতি।
আইনমন্ত্রী বলেন, সরকারের বিরুদ্ধে টকশোতে তিনি (ব্যারিস্টার মইনুল হোসেন) অনেক কথা বলতেন তখন কিন্তু তাকে আমরা গ্রেপ্তার করি নাই। তাকে গ্রেপ্তার করা হয়েছে টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে যা বলেছেন তাতে শুধু তার মানহানি হয়েছে তা নয়। বাংলাদেশের নারী সমাজ মনে করে তার ঔদ্ধত্যপূর্ণ কথাটি পুরো নারী সমাজকে অপমানিত করেছে। সেখান থেকে মামলা হয়েছে।