বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৮:৫০ অপরাহ্ন
সৈয়দ আলী আহসানঃ ২৪/১০/১৮ তারিখ বুধবার সকালে রাজবাড়ী জেলার পাংশা থানাধীন, গাড়াল গ্রামস্থ শিয়ালডাঙ্গী নামক স্থানে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের পার্শ্বে পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত নাম-ঠিকানার একজন যুবকের মৃতদেহ পাওয়া গিয়াছে।
কু্ষ্টিয়া – রাজবাড়ি সড়কের সীমান্তবর্তী স্থান শিয়ালডাঙ্গী নামক স্থানে অজ্ঞাত আনুমানিক (২৩) পুকুরে ভাসমান যুবকের লাশ পাওয়া গেছে। বুধবার সকাল ১০টার সময় স্থানীয় বাসিন্দারা লাশ দেখে রাজবাড়ি পাংশা থানা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে পাংশা থানায় নিয়ে যায়। এ রিপোট লেখা পর্যন্ত লাশের কোন পরিচয় জানা যায়নি। পাংশা থানার অফিসার ইনচার্জ,ঘটনার সত্যতা স্বীকার করেন। পাংশা থানার এস আই শাখাওয়াৎ বলেন, ধারনা করা যাচ্ছে দু’দিন আগে কে বা কারা হতভাগা যুবক কে মেরে পানিতে ফেলে গেছে। প্রাথমিক সুরতহাল তৈরি করা হচ্ছে। বিধি মোতাবেক ব্যাবস্থা করা হবে।