বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৯:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের উদ্যোগে এক আলোচনা সভায় অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার আগেই বেগম খালেদা জিয়া এবং যে সকল রাজনৈতিক নেতাদের আটক করা হয়েছে তাদের মুক্তি দিতে হবে।
তিনি তারেক রহমানের সাজা বাতিলের দাবী জানিয়েছেন। তিনি বলেন আইনজীবীদের পক্ষে ড. কামাল হোসেনের সম্মতি নিয়ে এই দাবী পেশ করছি।
এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। আরো উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারন সম্পাদক মাহবুব উদ্দিন খোকন এবং জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের আইনজীবীরা।