সোমবার, ২৯ মে ২০২৩, ১২:৫১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ আজ সন্ধ্যায় সুপ্রিম কোর্টে শহীদ সফিউর রহমান মিলনায়তনে জাতীয় আইনজীবী ঐক্যফন্ট্রের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. কামাল হোসেন সাবেক তত্ত্ববধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে মুক্তি দিতে হবে বলে দাবি জানিয়েছেন।
ড. কামাল হোসেন বলেন ব্যারিস্টার মইনুল হোসেন মানহানির মামলায় জামিন নিয়েছেন। তারপরও সরকার তাকে গ্রেফতার করে কারগারে পাঠিয়েছে।
তিনি বলেন দেশে বিচার বিভাগের স্বাধীনতা নেই। নেই আইনের শাসন। এই সরকারের বিরুদ্ধে আজ সব মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। সিলেট থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছে, সফল না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।
এই সময় তিনি বলেন জাতীয় ঐক্যফ্রন্টের যে সাত দফা দাবী পেশ করা হয়েছে অবিলম্বে সেই দাবীগুলে মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি তিনি আহ্বান জানান।
এই সময় ড. কামাল হোসেন আইনমন্ত্রীকে উদ্দেশ করে বলেন যে, তুমি একজন আইনজীবী, তোমার বাবা মরহুম সিরাজুল ইসলাম ছিলেন একজন স্বনামধন্য আইনজীবী। তোমার কাছ থেকে মানুষ এস সব আশা করেনা। তুমি সংবিধান পড়, আইনের বই পড়। তুমি ভালো করে জানো মানহানির মামলা জামিনযোগ্য অপরাধ। ব্যারিস্টার মইনুল হোসেনকে তারপরও কেন কারগারে নেয়া হলো?
জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।