সোমবার, ২৯ মে ২০২৩, ০১:৫১ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্টঃ আজ কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে মামলার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। তবে মামলার নিষ্পত্তি হচ্ছে না সে অনুযায়ী।
তিনি এ অবস্থার জন্য অপর্যাপ্ত বিচারক ও এজলাস সংকটকে দায়ী করেন। এ অবস্থা থেকে উত্তরনে তিনি বিচারক ও আইনজীবীদের মামলা সংখ্যা কমাতে আন্তরিক হওয়া আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন আইনজীবীদের বার বার মামলার শুনানির প্রবনতা থেকে বেড়িয়ে আসতে হবে এবং আদালতের পূর্ণ কর্মঘন্টা ব্যবহার করতে হবে।
তিনি বলেন বার ও বেঞ্চ যদি সহযোগীতামুলক ভাবে এগিয়ে না আসে তবে আইনের শাসন প্রতিষ্টা করা সম্ভব হবে না।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, কুমিল্লা- ৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহার উদ্দিন,আইন সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল হাশেম খান। এ অনুষ্টানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা ও দায়রা জজ কে এম সামছুল আলম।