বুধবার, ২২ মার্চ ২০২৩, ১১:১০ অপরাহ্ন
ডেস্ক রিপোর্টঃ অনুপ্রবেশ মামলায় বেকসুর খালাস পেলেন বিএপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। আজ শুক্রবার ভারতের শিলং এর জেলা ও দায়রা আদালতের বিচারিক হাকিম ডিজি খার সিংয়ের আদালতে এ রায় ঘোষনা করা হয়। আদালত তাকে দ্রুত নিজ দেশে ফেরার নির্দেশও দিয়েছেন।
এ রায়ের পর সালাহউদ্দিন আহমেদ গনমাধ্যমকে জানিয়েছেন আমি ন্যায় বিচার পেয়েছি। আমি এখন দ্রুত দেশে ফিরে যেতে চাই।
উল্লেখ্য ২০১৫ সালের ১০ মার্চ রাতে উত্তরার একটি বাড়ী থেকে তাকে কে বা করা তুলে নিয়ে যায়। এর ৬২ দিন পর ভারতের মেঘালয় রাজ্যে শিলং এ তার খোজ মেলে। উল্লেখ্য থাকে যে,তখন ২০ দলীয় জোটের ডাকা অনিদির্ষ্ট কালের অবরোধ চলছিলো।