সোমবার, ০৫ Jun ২০২৩, ০৫:১৯ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্টঃ আটক হলেন চট্রগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার (কারা তত্ত্বাধায়ক) সোহেল রানা। চট্রগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস থেকে তাকে আজ দুপুরে আটক করা হয়।
আটক করেন ভৈরব রেলওয়ে পুলিশ সদস্যরা। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মজিদ জানান গোপন সংবাদের ভিত্তিতে চট্রগ্রামে থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটকের সময় তার কাছ থেকে নগদ ৪৪ লক্ষ ৪৩ হাজার টাকা, ১ কোটি ৩০ লক্ষ টাকার ব্যাংক চেক, ২ কোটি ৫০লাখ টাকার ডিপোজিট নথি এবং ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।