সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৮:৩৪ পূর্বাহ্ন
মোশারফ হোসেনঃ কুষ্টিয়া কুমারখালী উপজেলার সদকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ স্বনির্ভরশীল নারী গঠনের একটি কমসূচি হাত নিয়েছেন ।যা এখন দেখবার জন্য অনেকেই চর আগ্রাকুন্ডা গ্রামে দেখতে য়ান । কুমারখালী উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী সরজমিনে দেখে মুগ্ধ হয়। এই সময় গ্ৰামের স্বনির্ভরশীল নারীদের সঙ্গে কথা বলেন এবং এই কর্মসূচি আরো বেগবান কি ভাবে করা যায় সে বিষয়ে সবার মতামত জানতে চান। এই কর্মসূচি সম্পর্কে ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মজিদের কাছে জানতে চাইলে তিনি আমাদের জানান আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বনির্ভরশীল নারী গঠনের কাজকে আরো বেগবান করার লক্ষ্যে কুমারখালী উপজেলার স্বনির্ভরশীল নারী কমসূচি হাত নিয়েছি এখানে সুবিধাবঞ্চিত ও অবহেলিত বিশেষ করে তালাকপ্রাপ্তা, বিধবা ও অনগ্রসর মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে ‘জীবিকা নির্বাহের জন্য নারী দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ’ শিরোনামে একটি প্রকল্প বাস্তবায়ন আমাদের রয়েছে। প্রকল্পের আওতায় বাছাইকৃত নারীদের সেলাই, ব্লক-বাটিক, এমব্রয়ডারি, সৌন্দর্য্য বিষয়ক, গরু,ছাগল,হাসঁ, মুরগি, নানা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ শেষে তাদের আর্থিক ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর মাধ্যমে স্বনির্ভরশীল নারী গঠনের জন্য এমন উদ্যোগ বলে জানান আব্দুল মজিদ।