সোমবার, ২৯ মে ২০২৩, ০২:৪৬ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্টঃ ঢাকার কেরানীগঞ্জে পোস্তাগোলা ব্রিজের টোল বাড়নোকে কেন্দ্র করে শ্রমিক পুলিশ সংঘর্ষ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায় শুক্রবার সকালে টোল বাড়ানোর প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে পুলিশ সেখানে অবস্থান নেয়। এক পর্যায়ে সংঘর্ষ বাধে দুই দলের মধ্যে। শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল ছুড়লে পুলিশ গুলি চালায়।
এর ফলে সোহেল নামে একজন মহেন্দ্র গাড়ী চালক গুলিবিদ্ধ হয়, তাকে স্থানীয় ইকুরিয়া জেনারেল হাসপালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
শ্রমিকরা দাবী করেছে সোহেল পুলিশের গুলিতে নিহত হয়েছে। শ্রমিকরা আরো দাবী করেছে পুলিশ বহু শ্রমিককে গ্রেফতার করেছে। গুলিবিদ্ধরা হলেন, আলআমিন, মানিক ও তাসলিমা। আহত তিনজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।