সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ মঞ্জু শেখ নামে এক মোটর সাইকেল চালক কে হত্যা করে মোটর সাইকেল ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় আক্কাস আলী হাই স্কুলের পাশে। নিহত মঞ্জু শেখের বাবার নাম বাবুল শেখ। নিহত মঞ্জু শেখের বাড়ী দৌলতদিয়া ইউনিয়নের ফকির পাড়া গ্রামে।
নিহতের বাবা বলেন, শুক্রবার জুম্মার নামাজের পর একজন অপরিচিত ছেলে এসে মঞ্জুতে ডেকে নিয়ে যায়। ছেলেটি এর আগে আমি কখন দেখিনি। তারপর মঞ্জু আর বাড়ী ফেরেনি। অনেক খোঁজা খুঁজির পরও তার কোন খোজ পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।
শনিবার সকালে আক্কাস আলী হাইস্কুলের পাশে একটি মরা দেহ দেখতে পায় পথচারীরা। তারপর তারা গোয়ালন্দে থানায় পুলিশ কে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ঘটনা শুনতে পেয়ে আমি গিয়ে মঞ্জুর লাস দেখতে পাই।
গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম জানিয়েছেন খবর পেয়ে পুলিশ মঞ্জুর লাশ উদ্ধার করে। পরে তার লাশ রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।