শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১২:১৯ অপরাহ্ন
ডেস্ক রিপোর্টঃ পঞ্চগড়- বাংলবান্ধা মহাসড়কের দশমাইল নামক স্থানে শুক্রবার রাত আনুমানিক আটটার দিকে এক ভয়াবহ সড়ক দূর্ঘটনা ঘটেছে। এতে মা ও ছেলে সহ নিহত হয়েছেন দশজন। নিহতরা হলেন লাভলী ও তার সাত বছর বয়সী ছেলে ইয়াসিন| বাদবাকীরা হলেন মোজাম্মেল, রাসেল, ফরিদ, অনিত্য, মনির, লায়লা, লুৎফর ও রেজাউল।
প্রত্যক্ষদর্শীরা জানান রাত আনুমানিক আটটার দিকে পঞ্চগড় থেকে একটি যাত্রীবাহী বাস বাংলাবন্ধার দিকে যাচ্ছিল ঠিক ওই সময় বৈদুৎতিক খুটিবাহী একটি ট্রাক পঞ্চগড়ের দিকে আসার সময় ওই যাত্রীবাহী বাসটির সাথে সংঘর্ষ হয়। এতে তাৎক্ষনিক পাঁচজন নিহত হন।
এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।