শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ১১:৪১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা মোক্তর আলীর মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ।
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা হারদী গ্রামের কুয়াতলা মাঠের পাশে একটি ধানক্ষেত থেকে আজ শনিবার দুপুরে মোক্তার আলীর গুলিবিদ্ধ লাস উদ্ধার করা হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খাঁন জানান, এই মোক্তার আলী নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির এক শীর্ষ নেতা। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় চাঁদাবাজী, ডাকাতি ও হত্যা সহ অসংখ্য মামলা রয়েছে। দলীয় কোন্দলের জেরে এই হত্যা কান্ড ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। তিনি আরো জানান পুলিশ মৃত দেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠিয়েছে।