সোমবার, ২৯ মে ২০২৩, ০১:১০ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্টঃ সড়ক পরিবহন আইন -২০১৮ এর কয়েকটি ধারা সংশোধনের দাবিতে চলছে ৪৮ ঘন্টা ব্যাপী ডাকা পরিবহন শ্রমিক ধর্মঘট।
এই ধমঘর্ট প্রসঙ্গে আজ রোববার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষন ইনস্টিটিউটে নারী ও শিশু আদালতে ওরিয়েন্টশন কোর্সের উদ্ধোধন শেষে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন যারা এই অবরোধ করছে তাদের এই আইন সম্পর্কে ধারনা নেই। কঠোর কোন শাস্তির বিধান রেখে সড়ক পরিবহন আইন তৈরি করা হয়নি। তারা ( পরিবহন শ্রমিকরা) না বুঝে এই অবরোধ করছে। আমি তাদের এই অবরোধ প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।
এর আগে গত কাল শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করা পর সারা দেশে ৪৮ ঘন্টা পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছিলো বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। এ ধর্মঘট আজ রোববার সকাল থেকে শুরু হয়েছে।