সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃবিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাষ্ট্রদ্রোহের একটি ও নাশকতার ১০ টি সহ মোট ১১ মামলায় হাজির হওয়ার জন্য ২৫ শে নভেম্বর দিন ধার্য করেছে আদালত।
আসামী পক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে রাজধানীর বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে অবস্থিত ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ এ দিন ধার্য করেন।
বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা এসব মামলার অধিকাংশই উচ্চ আদালতে স্থগিত রয়েছে-উল্লেখ করে আদালতের কাছে সময়ের আবেদন প্রার্থনা করেন খালেদার জিয়ার আইনজীবীরা এবং আদালত সময় মঞ্জুর করেন।
খালেদা জিয়ার আইনজীবী জিয়াউদ্দিন জিয়া বলেন, খালেদার বিরুদ্ধে ১১ টি মামলা হলো দারুস সালাম থানায় নাশকতার আট মামলা, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার দুটি মামলা। আজ এই ১১ মামলার মধ্যে ১০ টি মামলার অভিযোগ গঠন শুনানি এবং যাত্রাবাড়ী থানার অপর একটি মামলায় অভিযোগ পত্র গ্রহনেরে দিন ধার্য ছিলো ।