বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৯:০৫ অপরাহ্ন
ডেস্ক রিপোর্টঃ আরোও একবার তারুণ্যের আলোয় ঝলসে উঠেছে জয় বাংলা অ্যাওয়ার্ডের মঞ্চ। সারাদেশে প্রায় আড়াই হাজার সংগঠনের মধ্যে থেকে বাছাইকৃতদের নিয়ে শুরু হয়েছে এর তৃতীয় পর্ব। গত রোববার সাভারে শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটে সেরা ৩০ সংগঠনকে অ্যাওয়ার্ড তুলে দেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। উক্ত সেরা ৩০ এর মধ্যে এবার নির্বাচিত হয়েছে প্রযুক্তিবিদ সুফি ফারুকের প্রতিষ্টান গুরুকুল। গুরুকুলের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের হাত থেকে অ্যাওয়ার্ড নেন গুরুকুলের প্রতিনিধি আব্দুল্লাহ আল মাসুম। গুরুকুল এ বছর অ্যাওয়ার্ড প্রাপ্ত হলো দক্ষতা উন্নয়নে (স্কিল ডেভেলপমেন্ট) তরুন প্রজন্মের হাত ধরে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সেন্টারফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ২০১৪ সালের নভেম্বরে তরুনদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ইয়াং বাংলা প্রতিষ্টা করে। ২০১৫ সাল থেকে তাদের অনুপ্রাণিত করতে ব্যক্তিগত ও প্রতিষ্টানিক পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃত হিসেবে দেওয়া হচ্ছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড । এরই ধারাবাহিকতায় এবার তৃতীয়বারের মতো দেওয়া হচ্ছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড -২০১৮। বর্ণাঢ্য এ আয়োজন উপলক্ষে গত শুক্রবার দুপুর থেকে শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটে পরিচিতমুলক পর্বে অংশ নেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। আওয়ামীলীগের গবেষনা প্রতিষ্টান সিআরআইয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়। বাংলাদেশের তরুন তরুনীদের মধ্যে যারা শিক্ষা, স্বাস্থ্য সচেতনত, কর্মসংস্থান ইত্যাদি নিয়ে কাজ করেছেন তাদের স্বীকৃতি দিয়ে উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করতে এ পুরস্কার দেওয়া হয়।