সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৮:৪০ পূর্বাহ্ন
সৈয়দ আলী আহসানঃ খুলনা বিভাগ সেরা খোকসা জানিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। খোকসা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতীয় বিজয় ফুল ও জাতীয় সঙ্গীত প্রতিযোগিতায় ১ম হয়েছে খুলনা বিভাগে ক্যাটাগরিতে খোকসা-জানিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। সোমবার সকাল ১১ টায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বাবু রবীন্দ্রনাথ সাহা এ প্রতিবেদককে জানান, উপজেলার ৮৭ টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে (ক) শাখায় বিজয় ফুল প্রতিযোগিতায় দৃষ্টিনন্দন ও সুন্দর ফুল উপহার দেওয়াই বিচারক মণ্ডলীর বিচারে খোকসা-জানিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যলয় ১ম স্থান অধিকার করে।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নূর-এ- আলম। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রবীন্দ্রনাথ সাহা, সহকারী শিক্ষা অফিসার হোসাইন মোহাম্মদ বেলাল, সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।