বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১০:০৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ কুষ্টিয়া বাসীর দীর্ঘদিনের চাওয়া শহরের বাইপাস সড়ক খুলে দেওয়া হচ্ছে আগামী ১ নভেম্বর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পটি উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। কুষ্টিয়ায় এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক, উন্নয়নের রূপকার জননেতা মাহবুব উল আলম হানিফ এমপি। আরো উপস্থিত থাকবেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ। সড়ক ও জনপথ বিভাগ জানায় ১২০ কোটি টাকা ব্যায়ে ২০১৬ সালে কাজটি শুরু হয়। বাইপাস সড়কটি চালু হলে এলাকার মানুষের আর্থসামাজিক জীবন মানের পরিবর্তন হবে। আগে উত্তর বঙ্গ, দক্ষিন বঙ্গ,পশ্চিম বঙ্গের সমস্ত গাড়ী শহরের ভেতর দিয়ে যাওয়ার কারনে যানজট ভোগান্তি লেগেই থাকতো। এই সড়ক চালু হলে শহরের যানজট যেমন কমবে তেমনি যোগাযোগ ব্যবস্থায় হবে ব্যপক পরিবর্তন।এখন কুষ্টিয়ার মানুষ স্বস্তি পাবে।