শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৭:৪০ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্টঃ খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ্ মিয়া বলেছেন হাইকোর্টে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাড়িয়ে দেয়া হলেও তিনি নির্বাচনে অযোগ্য হবেন না। তিনি বলেন, এটি একটি জামিনযোগ্য মামলা। আমরা এই রায়ের বিরুদ্ধে আপিল করবো। তাছাড়া, আশা করি তিনি (খালেদা জিয়া) ন্যায়বিচার পাবেন।
সানাউল্লাহ্ মিয়া এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন আজ হাইকোর্টে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড বাড়িয়ে ১০ বছর করায় ।
৮ ফেব্রুয়ারি রায় ঘোষণার ১১ দিন পর ১৯ ফেব্রুয়ারি বিকেলে রায়ের সার্টিফায়েড কপি (অনুলিপি) হাতে পান খালেদা জিয়ার আইনজীবীরা। এরপর ২০ ফেব্রুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। একইসঙ্গে এ মামলার অন্য দুই আসামি কাজী সালিমুল হক কামাল ও শরফুদ্দিন আহমেদ খালাশ চেয়ে আপিল করেন। পাশাপাশি এ মামলায় খালেদা জিয়ার সাজা বৃদ্ধি চেয়ে রিভিশন আবেদন করে দুদক। সাজাপ্রাপ্ত খালেদা জিয়া চিকিৎসার জন্য বর্তমানে বিএসএমএমইউতে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) রয়েছেন।