সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৭:১৯ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্টঃ বদলী করা হল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত চারজন সহকারী রেজিস্ট্রারকে। তাদেরকে আগামী ১ নভেম্বর বদলীকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
বদলীকৃতরা হলেন সোহাগ রঞ্জন পাল, মোঃতাছিম বিল্যাহ, মোসাদ্দেক মিনহাজ ও সৈয়দ মোস্তফা রেজা নূর।
আজ সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয় হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মোঃ গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা–১ এর গত ৭ অক্টোবরের বিজ্ঞপ্তি অনুযায়ী সুপ্রিম কোর্টে প্রেষণে কর্মরত এ চারজন বিচার বিভাগীয় কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলী করে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ প্রদান করা হল। এক্ষেত্রে সোহাগ রঞ্জন পালকে যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে গাজীপুরে, মো’তাছিম বিল্যাহকে সিনিয়র সহকারী জজ হিসেবে সিলেটে, মোসাদ্দেক মিনহাজকে সিনিয়র সহকারী জজ হিসেবে টাঙ্গাইলে এবং সৈয়দ মোস্তফা রেজা নূরকে সিনিয়র সহকারী জজ হিসেবে রাজবাড়িতে বদলী করা হয়েছে।