রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৪:৫৮ অপরাহ্ন
ডেস্ক রিপোর্টঃ গত ২২ অক্টোবর রাতে উত্তরার আ স ম আবদুর রবের বাসা থেকে মানহানির মামলায় গ্রেফতার হয়েছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন।
মামলায় আদালত তাকে কারাগারে পাঠানো নির্দেশ দিলে তাকে কারাগারে সাধারন বন্দিদের মত রাখা হয়। গত ২৮ অক্টোবর তিনি কারাগারে প্রথম শ্রেণীর ডিভিশন চেয়ে আবেদন করেন।
গতকাল ব্যারিস্টার মইনুলকে কারাবিধি অনুসারে প্রথম শ্রেণীর ডিভিশন দেয়ার আদেশ দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে মইনুল হোসেনের পক্ষে শুনানিতে ছিলেন ড. কামাল হোসেন ও খন্দকার মাহবুব হোসেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।