সোমবার, ২৯ মে ২০২৩, ০১:৫৪ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্টঃঢাকা কাস্টমস হাউস ১০ কেজি স্বর্নের চালান জব্দ করেছে। এই স্বর্নের চালান জব্দ করা হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। চালনটি এসেছিলো ডিএইচএল কুরিয়ারের মাধ্যমে। মঙ্গলবার এক গোপন সংবাদের ভিত্তিতে ওই চালন জব্দ করে ঢাকা কাস্টমস।
কাস্টমসের উপ-কমিশনার অথেলো চৌধুরী জানান আজ সকালে ডিএইচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই স্বর্ণের চালন আসে।
তিনি বলেন, সকালে বিমান বন্দর থেকে দশ কেজি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। ডিএইচএল কুরিয়ার সাভির্সের মাধ্যমে এসব স্বর্ণ আসে। এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান অথেলো চৌধুরী