বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১১:১২ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্টঃরাজনৈতিক দল হিসেবে ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রবিবার এ রায় দেন বিচারপতি তারিক–উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
ব্যারিস্টার নাজমুল হুদা আদালতে তৃণমূল বিএনপির পক্ষে শুনানি করেন।অন্যদিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম ছিলেন রাষ্টপক্ষে।
গত ১৪ আগস্ট রাজনৈতিক দল হিসেবে তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে তৃণমূল বিএনপির নিবন্ধন বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চেয়েছিলেন আদালত। প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, সহকারী সচিব ও সরকারকে রুলের জবাব দিতে বলা হয়েছিল।