রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৬:২৯ অপরাহ্ন
সৈয়দ আলী আহসানঃআসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সমস্ত ভোটারদের কাছে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকার পক্ষে ভোট চাইছেন বেগম সুলতানা তরুন। দুই থানার সমস্ত এলাকায় নেতাকর্মী সাথে নিয়ে দীর্ঘদিন প্রচারনা চালিয়ে যাচ্ছেন।বেগম সুলতানা তরুনের পরিবার বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ গোলাম কিবরিয়া(সাবেক এমপি) তার পুত্র মরহুম আবুল হোসেন তরুনে (সাবেক এমপি) আওয়ামী রাজনীতির এই অঞ্চলের বাতিঘর।খোকসা কুমারখালীর উন্নয়নের ভুমিকা এ পরিবারের সব থেকে বেশী এটা সর্বজন স্বীকৃত। এক নজরে সুলতানা তরুনের জীবন-বৃত্তান্ত ১. তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শহীদ গোলাম কিবরিয়ার পুত্রবধু (সাবেক এমপি) ২. তিনি মরহুম আবুল হোসেন তরুনের সহধর্মিনী (সাবেক এমপি) ৩. তিনি নিজেও একজন এমপি ছিলেন (সাবেক) ৪. তার আপন খালাতো ভাই মোঃমহিদুল ইসলাম,বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী। ৫. তিনি ও তার পরিবার আওয়ামীলীগের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং জনগনের জানামতে তিনিই এ আসনে একমাত্র ব্যাক্তি যিনি নৌকার বাইরে কখনও বিদ্রোহী প্রার্থী হয়নি। কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের জরিপে সাধারন জনগন বেগম সুলতানা তরুনকেই নৌকার যোগ্যতম মাঝি হিসাবে দেখতে চায়। এখন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের দিকে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাধারন জনগন তাকিয়ে আছে। দুই থানার বেশ কিছু নেতাকর্মীরা জানান উনাকে মনোনয়ন দিলে কোন ধরনের গ্রুপিং থাকবেনা ও খুব বেশী বেগ ও পেতে হবে না।