শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৮:৫৫ পূর্বাহ্ন
ষোড়শী যুবতির মত ছল ছল যৌবন
হারিয়ে গিয়েছে ফারাক্কার রোষানলে;
হে পদ্মা হিংসায় হারিয়েছ তব জীবন
জীর্ণ শীর্ণ তব দেহখানি ভারতেরই ছলনা॥
নিজের দেহখানি করিতে সবল
তোমার রক্ত মাংশ নিয়েছে কেড়ে;
দাও অভিশাপ দাও তাহারে
ষোল কোটি কাপুরুষ সন্তানেরে ক্ষমা করে॥
মায়েরই মত নিজেরে উজারিয়া
আমাদের করেছিলে শস্যে উর্বরা;
হারিয়ে গিয়েছে সোনার দিনগুলি
ডাইনির বিষাক্ত থাবার তলে॥
তোমার প্রাণসখি যমুনার কায়া
তোমারই মত জীর্ণ করুন ছায়া;
মহানন্দার মত তোমার শত সন্তানেরা
ধুকে ধুকে মরে আজি বালুকা রাশিতে॥
বন্ধুত্বের মিথ্যা বেশতি করে
খেলিছে যারা তোমার জীবন নিয়ে;
আর একবার বানের জোয়ারে ভাসিয়ে
দাও মুক্তি সন্তানেরে স্বার্থানেষীদের কবল হতে॥
মোঃ আমির আলী
লেখক ও সমাজচিন্তাবিদ