সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৪ পূর্বাহ্ন

ঘোষনা :
  সম্পূর্ণ আইন বিষয়ক  দেশের প্রথম দৈনিক পত্রিকা   দৈনিক ইন্টারন্যাশনাল এর  পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা   । 
পদ্মার বিরহ

পদ্মার বিরহ

ষোড়শী যুবতির মত ছল ছল যৌবন
হারিয়ে গিয়েছে ফারাক্কার রোষানলে;
হে পদ্মা হিংসায় হারিয়েছ তব জীবন
জীর্ণ শীর্ণ তব দেহখানি ভারতেরই ছলনা॥
নিজের দেহখানি করিতে সবল
তোমার রক্ত মাংশ নিয়েছে কেড়ে;
দাও অভিশাপ দাও তাহারে
ষোল কোটি কাপুরুষ সন্তানেরে ক্ষমা করে॥
মায়েরই মত নিজেরে উজারিয়া
আমাদের করেছিলে শস্যে উর্বরা;
হারিয়ে গিয়েছে সোনার দিনগুলি
ডাইনির বিষাক্ত থাবার তলে॥
তোমার প্রাণসখি যমুনার কায়া
তোমারই মত জীর্ণ করুন ছায়া;
মহানন্দার মত তোমার শত সন্তানেরা
ধুকে ধুকে মরে আজি বালুকা রাশিতে॥
বন্ধুত্বের মিথ্যা বেশতি করে
খেলিছে যারা তোমার জীবন নিয়ে;
আর একবার বানের জোয়ারে ভাসিয়ে
দাও মুক্তি সন্তানেরে স্বার্থানেষীদের কবল হতে॥

মোঃ আমির আলী
লেখক ও সমাজচিন্তাবিদ

 

এই সংবাদ টি সবার সাথে শেয়ার করুন




দৈনিক ইন্টারন্যাশনাল.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।  © All rights reserved © 2018 dainikinternational.com
Design & Developed BY Anamul Rasel