সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৪ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্টঃ রবিবার রাতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমকে জানিয়েছেন যে, সরকার আগামী ৭ নভেম্বর ঐক্যফ্রন্টের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে বসবে।
সন্ধ্যায় কেন্দ্রীয় ১৪ দলের সঙ্গে সংলাপ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রাত সোয়া ৮টায় সংলাপ শুরু হয়ে শেষ হয় প্রায় সোয়া ১০টার দিকে। এরপর সাংবাদিকদের ব্রিফি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঐক্যফ্রন্টের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপের কথা জানান।
এর আগে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দ্বিতীয়বার সংলাপের জন্য চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।ধানমণ্ডির কার্যালয়ের স্টাফ আলাউদ্দিনের হাতে এ চিঠি হস্তান্তর করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা আ অ ফ শফিক উল্লাহ ও বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।শায়রুল কবির খান রবিবার বেলা ১২টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
প্রসঙ্গত, দ্বিতীয় দফা সংলাপ চেয়ে পাঠানো চিঠিতে শেখ হাসিনার উদ্দেশে ড. কামাল লেখেন, গত পয়লা নভেম্বর গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা নিয়ে আলোচনা হয়েছে। এ জন্য ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আপনাকে (প্রধানমন্ত্রী) ধন্যবাদ জানাই। দীর্ঘ সময় আলোচনার পরও আমাদের আলোচনাটি অসম্পূর্ণ থেকে যায়। সেই দিন আপনি বলেছিলেন আমাদের আলোচনা অব্যাহত থাকবে। তারই ভিত্তিতে ঐক্যফ্রন্ট জরুরি ভিত্তিতে আবারও আলোচনায় বসতে আগ্রহী। ঐক্যফ্রন্টের ৭ দফার সাংবিধানিক ও আইনগত দিক বিশ্লেষণের জন্য উভয় পক্ষের বিশেষজ্ঞসহ সীমিত পরিসরে আলোচনা করা প্রয়োজন।