সোমবার, ০৫ Jun ২০২৩, ০৬:০৩ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্টঃ সোমবার রাতে নওগাঁর মান্দা উপজেলায় এক নারীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।নিহতের নাম জিন্নাতুন বেগম । তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলায় গনেশপুর ইউনিয়নের গোল্লাপাড়া গ্রামের মজিবর রহমানের কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, জিন্নাতুন ঢাকায় পোশাক কারখানায় কাজ করতেন। সেখানেই এক ব্যক্তির সঙ্গে বিয়ে করেন। আড়াই বছর সংসার করার পর গ্রামের বাড়িতে এসে বাবার জমিতে একটি পাকা ঘর করে একাই বসবাস করতেন। স্বামীর সঙ্গে কয়েক মাস থেকেই যোগাযোগ বন্ধ করে দেন তিনি।
মঙ্গলবার সকালে এক প্রতিবেশী জিন্নাতুনের বাড়িতে গিয়ে মেঝেতে তার গলাকাটা মরদেহ দেখতে পান। এরপর থানা পুলিশে সংবাদ দেয়া হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাহবুব আলম বলেন, সকালে সংবাদ পেয়ে মরদেহ থানায় পাঠানো হয়েছে।