শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১২:০৩ অপরাহ্ন
ডেস্ক রিপোর্টঃ সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত নড়াইল জেলার ৪ থানায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি জামায়াতের ৫ নেতাকর্মীসহ ৩১ জনকে আটক করেছে পুলিশ।সদর থানা পুলিশ এসময় ৪টি ককটেল বোমা উদ্ধার করে
জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার ৪ থানায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি জামায়াতের ৫ নেতাকর্মীসহ ৩১ জনকে আটক করা হয়। এর মধ্যে সদর থানা পুলিশ ১ বিএনপি ও জামায়াতের ৩ নেতাকর্মীসহ ৯ জন, লোহাগড়া থানা পুলিশ ১ বিএনপির নেতাসহ ৯ জন, কালিয়া থানা পুলিশ ৬ জন ও নড়াগাতি থানা পুলিশ ৭ জনকে আটক করেছে।
পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন,বিএনপি জামায়াতের ৫ নেতাকর্মীসহ ৩১ জনকে আটক করা হয়েছে।তাদের বিরুদ্ধে নাশকতার মামলা ও পরিকল্পনার অভিযোগ রয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে করাগারে প্রেরণ করা হবে।