সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৮ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্টঃ মেহেরপুরে সোমবার রাতে সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের বটতলা নামক স্থানে এনামুল হক এনা (৪৬) নামে এক মাদক করাবারি পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন।
৬৩ বোতল ফেনসিডিল ও একটি এলজি শাটারগান উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে।
জেলা ডিবির ওসি ওবাইদুর রহমান জানিয়েছেন, পুলিশের কাছে খবর আসে মেহেরপুর-কাথুলী সড়কের কুলবাড়িয়া গ্রামের বটতলায় কয়েকজন মাদক কারবারি অবস্থান করছে। এই খবরের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সেখানে অবস্থান নেয়। এই সময় মাদক কারবারি পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। পরে ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা বলেছেন সদর উপজেলার শ্যামপুরে গ্রামের রুস্তম ডাকাতের ভাই এই এনামুল হক এনা।
বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ আটটি মামলা রয়েছে এই এনামুল হক এনা নামে।