শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:০৭ পূর্বাহ্ন

ঘোষনা :
  সম্পূর্ণ আইন বিষয়ক  দেশের প্রথম দৈনিক পত্রিকা   দৈনিক ইন্টারন্যাশনাল এর  পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা   । 
সংবাদ শিরোনাম :
বগুরায় কথিত বন্দুক যুদ্ধে নিহত-১

বগুরায় কথিত বন্দুক যুদ্ধে নিহত-১

ডেস্ক রিপোর্টঃ পুলিশের সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে পুরাতন জেএমবির বাংলাদেশ শাখার আমির পুরাতন খোরশেদ (৩৮) নিহত হয়েছে। ঘটনাটি ঘটে বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরবের তাতিপুকুর এলাকায় গত রাত দেড়টার দিকে। সরিষাবাড়ী উপজেলার ঘোনার পাড়ার আব্দুল খালেকের ছেলে এই পুরাতন খোরশেদ।

বগুড়া জেলার সহকারী পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, রাতে পুলিশের একটি দল টহলে বের হয়। তাতিপুকুর এলাকায় গেলে একদল দুস্কৃতিকারী পুলিশের উপর হামলা চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে দুস্কৃতকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে একজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে দ্রুত উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ওয়ান শুটারগান, তিন রাউন্ড গুলি, একটি বার্মিজ চাকু ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

বন্দুকযুদ্ধে পুলিশের উপপরিদর্শক (এসআই) আহসান এবং কনস্টেবল সাব্বির আহত হয়েছেন। তাদের পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এই সংবাদ টি সবার সাথে শেয়ার করুন




দৈনিক ইন্টারন্যাশনাল.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।  © All rights reserved © 2018 dainikinternational.com
Design & Developed BY Anamul Rasel