সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:১২ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্টঃ মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের দরুন বালি গ্রাম থেকে জামায়াতের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হলেন- সদর উপজেলার দরুন বালি গ্রামের মৃত মাহফিজ উদ্দিনের ছেলে জামায়াতের সক্রিয় কর্মী অছিম উদ্দিন ও মো. শহিদুল্লাহর ছেলে এহতেসামুল।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে অছিম উদ্দিন ও এহতেসামুলকে গ্রেফতার করা হয়।
এহতেসামুল জেলা ছাত্র শিবিরের সাবেক নেতা। সম্প্রতি তিনি জামায়াতে যোগ দিয়েছেন বলেও জানায় পুলিশ।