সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২০ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্টঃ পাবনায় মোবাইলে ডেকে নিয়ে এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মিশকাত মিশু (২৪)। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে।পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের রসায়ন বিভাগের ছাত্র ছিলেন মিশু।মিশুর বাবা নাম গোলাম মোস্তফা। তিনি (মিশুর বাবা) পাবনা কলেজের সহকারী অধ্যাপক।
পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে পাবনা শহরের রাধানগর এলাকায় প্রাইভেট পড়াতে যান মিশকাত মিশু। এ সময় তাকে মোবাইল ফোনে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ভিতরে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে মিশকাতকে এলোপথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মিশু।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে হত্যায় জড়িত সন্দেহে জীম (২৩) নামের একজনকে আটক করেছে পুলিশ। তবে হত্যার কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।