রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৭:২৯ অপরাহ্ন
ডেস্ক রিপোর্টঃ এক মাদক চোরাকারবারির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। মরাদেহটি উদ্ধার করা হয় কক্সবাজারের টেকনাফের পাহাড়ি ঢালাপথ থেকে।বুধবার ভোরে উপজেলার হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি সুব্রত রায় মরদেহটি উদ্ধার করেন ।পরে মরাদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সুব্রত রায় জানান, রাতে গোলাগুলির শব্দ শুনে একদল পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনাস্থল তল্লাশি করে একটি গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। পরে স্থানীয়রা মরদেহটি আলী হোসেন ওরফে সোনা মিয়া কোম্পানির বলে শনাক্ত করেন। তিনি মাদক ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে। তবে মরদেহ উদ্ধারের সময় কোনো কিছু উদ্ধার হয়নি।নিহত আলী হোসেন সোনা মিয়া কোম্পানি (৪০) টেকনাফের হোয়াইক্যং নয়াবাজারের পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত মোবারক আলীর ছেলে।