বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৫:২২ পূর্বাহ্ন

ঘোষনা :
  সম্পূর্ণ আইন বিষয়ক  দেশের প্রথম দৈনিক পত্রিকা   দৈনিক ইন্টারন্যাশনাল এর  পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা   । 
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে সংবিধান, আইনী নৈরাজ্য ও অতীত ইতিহাস! শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির মিথ্যাচার বনাম সাংবিধানিক সমাধান! সহায় সম্পত্তি পুণ্যের কাজে ওয়াক্ফ গঠন ও প্রাসঙ্গিকতা! শেকড়ের সন্ধানে সাঁইজির ধামেঃ লালন কি জাত সংসারে— রক্তাক্ত মাহমুদুর রহমানের কুষ্টিয়ায় আগমন বনাম দুধের মাছিদের আনাগোনা! জনপ্রশাসন, জেলা প্রশাসক ও স্যার সম্বোধন কতটা সংবিধান ও আইনসম্মত! ক্রেতা ঠকে গেলে বিক্রেতার বিরুদ্ধে যত আইনগত প্রতিকার! আইনে জামিন চর্চা বনাম বিচারকের পদত্যাগের দাবীতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ! নিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের থেকেই ভিসি নিয়োগের অনুরোধ ইবি শিক্ষকদের সংবিধান সংস্কারঃ সংশোধন না-কি পুনর্লিখন? 
বরিশালে স্ত্রী হত্যার দায়ে স্বামী সোহরাবের যাবজ্জীবন কারাদণ্ড

বরিশালে স্ত্রী হত্যার দায়ে স্বামী সোহরাবের যাবজ্জীবন কারাদণ্ড

ডেস্ক রিপোর্টঃ বরিশালে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে সিনিয়র জেলা দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন এ রায় ঘোষনা করেন। তাকে একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ৩ মাসের অনাদায়ে কারদণ্ডাদেশ দেওয়া হয়েছেদন্ড প্রাপ্ত আসামীর নাম সোহরাব হাওলাদার।

আদালত সূত্রে জানা গেছে, সোহরাবের ঘরের ভাড়াটিয়া গৌরনদীর সেন্টুর বেপারীর সঙ্গে সোহরাবের স্ত্রী রেশমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি টের পাওয়ার পর ২০১৫ সালের মার্চ রাতে ঘুমের ভান ধরে বিছানায় পড়ে থাকে সোহরাব। এরপর রেশমা ঘর থেকে বের হয়ে সেন্টুর সঙ্গে দেখা করে দীর্ঘক্ষণ পর ফিরে এসে স্বামীর পাশে ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত রেশমাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে সোহরাব। পরে লাশ সেন্টুর ঘরে নিয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার চালায়

 

আদালত সূত্রে আরও জানা যায়, পরদিন মার্চ নিহতের ভাই শাহিন হাওলাদার বাদী হয়ে সোহরাব, সেন্টু সোহরাবের বোন কোহিনূরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উজিরপুর থানার এসআই ইয়াকুব আলী একমাত্র সেন্টুকে বাদ দিয়ে সোহরাব কোহিনূরকে অভিযুক্ত করে একই বছরের ২৪ মে চার্জশিট দেন। ১১ জনের সাক্ষ্য শেষে কোহিনুরকে খালাস এবং সোহরাবকে যাবজ্জীবন দণ্ড দেন বিচারক

উল্লেখ্য নিহত রেশমা উপজেলার ধামুড়া এলাকার মৃত আব্দুস সত্তার হাওলাদারের মেয়ে এবং সোহরাব একই এলাকার মৃত রহম আলী বেপারীর ছেলে

 

এই সংবাদ টি সবার সাথে শেয়ার করুন




দৈনিক ইন্টারন্যাশনাল.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।  © All rights reserved © 2018 dainikinternational.com
Design & Developed BY Anamul Rasel