সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৭:৪১ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্টঃআগুন পুরে মারা গেল একই পরিবারের ৭ জন। ঘটনাটি ঘটেছে জয়পুরহাট শহরের আরামনগর এলাকায়। জানা যায় এই আগুন লাগে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে।
নিহতরা হলেন– গৃহকর্তা আবদুল মোমিন (৩৮), তার মা মোমেনা বেগম (৬0) ও জেএসসি পরীক্ষার্থী মেয়ে বৃষ্টি (১৪)।দুই যমজ মেয়ে হাসি ও খুশি (১২),মোমিনের স্ত্রী পরিনা বেগম (৩২) ও মোমিনের ছেলে নূর
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রাতে মোমেনা বেগম বাসায় রাইস কুকারে রান্না করছিলেন। এ সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে ।
জয়পুরহাট ফায়ার সার্ভিসের পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে দুটি ইউনিট মিলে আমরা আগুন নিভাতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাইস কুকারের শর্ট সার্কিট থেকে আগুন সূত্রপাত হয়েছে।
উল্লেখ্য হাসি, খুশি, পরিনা বেগম ও নূরকে আগুনে পুরে আহত হবার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করায়। তাদের কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেবার পথে তাদের মৃত্যু হয়। মমিনের বাবা দুলাল হোসেন এখনও বেঁচে আছেন তাকে ঢাকায় নেয়া হচ্ছে।