রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৪:০৫ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্টঃ এবার মারা গেলেন দুলাল হোসেনও। আগুনে পুড়ে যাবার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেবার পথে তার মৃত্যু হয়।
এর আগে গত রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে লেগে তার পরিবারের ৩ নিহত হয় এবং তিনি সহ ৫ জন আহত হন। আহতের দের ঢাকা নেবার পথে ৪ জন মারা যায়। তিনি বেঁচে থাকায় তাক ঢাকা নেওয়া হচ্ছিল কিন্তু পথের মধ্যে তার মৃত্যু হয়। এই নিয়ে একই পরিবারে এই ঘটনায় ৮ জনের মৃত্যু হলো
অন্য নিহতরা হলেন- আবদুল মোমিন (৩৮),মোমেনা বেগম (৬0) ,বৃষ্টি (১৪), দুই বোন হাসি ও খুশি (১২),পরিনা বেগম (৩২) ও নূর