সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৮ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্টঃ তিন পুলিশ কনস্টেবলকে পেটালেন গ্রামবাসী ।ঘটনাটি ঘটে যশোরের ঝিকরগাছা উপজেলায় মাটিকুমড়া গ্রামে।
যশোরের পুলিশ সুপার মঈনুল হক জানান, বৃহস্পতিবার রাতে যশোরের ঝিকরগাছা উপজেলার মাটিকুমড়া গ্রামে এক মাদক বিক্রেতাকে ধরতে অভিযানে যায় গোয়েন্দা (ডিবি) পুলিশ। কিন্তু ডিবি পুলিশকে ভুয়া মনে করে গ্রামের লোকজন মাইকে ঘোষণা দিয়ে জড়ো হয়ে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে। এসময় গণপিটুনিতে আহত হন ডিবির তিন কনস্টেবল ও প্রাইভেটকার চালক। পরে পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
আহত পুলিশ কনস্টেবলরা হলেন শিমুল হোসেন , মুরাদ হোসেন এবং মামুন আলী।এসময় প্রাইভেটকার চালক শাওনকেও মারধর করে গ্রামবাসী।