রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৬:৪১ অপরাহ্ন
ডেস্ক রির্পোটঃ রাজবাড়ীতে মোহাম্মদ আলী (৩৮) নামে এক চরমপন্থী ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। তিনি লাল পতাকা বাহিনীর আঞ্চলিক কমান্ডার ছিলেন। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের কুটি পাঁচুরিয়া এলাকার।
ডিবি পুলিশের ওসি মো. কামাল হোসেন ভুইয়া জানিয়েছেন, রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলির নির্দেনায় সন্ত্রাস ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সদস্যরা কুটি পাঁচুরিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিত টের পেয়ে চরমপন্থী সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে জবাবে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মোহাম্মদ আলীকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ১টি নাইন এমএম, ১টি ২ নলা বন্দুক, ৫ রাউন্ড গুলি ও ৭টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে।