সোমবার, ০৫ Jun ২০২৩, ০৬:৩৪ পূর্বাহ্ন
ডেস্ক রির্পোটঃ অস্ত্র মামলায় সিলেটে রাসেল আহমদ ও রানা আহমেদ সাইফুল নামে দুই যুবকে সাত বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সিলেট জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোকসানা বেগম হেপি গত কাল বৃহস্পতিবার (৮ নভেম্বর) বিকেলে এ রায় দেন।
আদালতের পিপি জুনেল আহমদ বলেন, দণ্ডপ্রাপ্ত উভয় আসামি জামিনে ছিলেন। বৃহস্পতিবার রায় ঘোষণার সময় তারা উভয়ে আদালতে হাজির ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্র জানায়, ২০১১ সালের পহেলা জুন ছোরাসহ এ দুই আসামিকে গ্রেফতার করে সিলেটের গোলাপগঞ্জ থানা পুলিশ। এরপর পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে। ওই বছরই তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। এরপর আদালতে মামলার চার্জ গঠন অনুষ্ঠিত হলে আদালত দীর্ঘ শুনানিকালে ১৪ সাক্ষির মধ্যে ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন।