সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৪ পূর্বাহ্ন
কুমারখালী প্রতিনিধিঃ কুষ্টিয়া কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মিজানুর রহমান। বৃহস্পতিবার ৯ (নভেম্বর) তিনি দায়িত্বভার গ্রহণ করেন। তিনি কুমারখালী উপজেলা মাদক, জঙ্গি, বাল্যবিবাহ, সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। এর আগে তিনি নেত্রকোনা জেলার কমলাকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। উল্লেখ্য যে, ফরিদপুর জেলার মিজানুর রহমান ২০০১ সালে পুলিশ বাহিনী তে ওসি হিসেবে যোগদান করেন। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেকের স্থলাভিষিক্ত হলেন তিনি।