সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৮:২৯ পূর্বাহ্ন

ঘোষনা :
  সম্পূর্ণ আইন বিষয়ক  দেশের প্রথম দৈনিক পত্রিকা   দৈনিক ইন্টারন্যাশনাল এর  পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা   । 
সংবাদ শিরোনাম :
জনপ্রশাসন, জেলা প্রশাসক ও স্যার সম্বোধন কতটা সংবিধান ও আইনসম্মত! ক্রেতা ঠকে গেলে বিক্রেতার বিরুদ্ধে যত আইনগত প্রতিকার! আইনে জামিন চর্চা বনাম বিচারকের পদত্যাগের দাবীতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ! নিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের থেকেই ভিসি নিয়োগের অনুরোধ ইবি শিক্ষকদের সংবিধান সংস্কারঃ সংশোধন না-কি পুনর্লিখন?  সেনাবাহিনীর বিচারিক ক্ষমতাঃ আইন কি বলে? ভূমি অধিগ্রহণে কোনো প্রশ্ন উত্থাপিত হলে কী করবেন? ইবির জিওগ্রাফী বিভাগ: শিক্ষার্থীদের কাছে দরখাস্ত দিয়ে পদত্যাগ করলেন সভাপতি যুগে যুগে দালাল সাংবাদিকদের করুন পরিণতি বনাম কিছু শিক্ষনীয় গল্প! তালাকের নোটিশ গ্রহণ না করলেও ৯০ দিন পর তালাক কার্যকর হয়ে যাবে!
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ খোকসা-কুমারখালী আসনের আওয়ামীলীগের মনোনয়ন ফরম জমা দিলেন বেগম সুলতানা তরুন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ খোকসা-কুমারখালী আসনের আওয়ামীলীগের মনোনয়ন ফরম জমা দিলেন বেগম সুলতানা তরুন।

সৈয়দ আলী আহসানঃজনপ্রিয়তার শীর্ষে সাবেক সংসদ সদস্য বেগম সুলতানা তরুন ! একাদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে তা নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই।এরই পরিপ্রেক্ষিতে ৭৮/কুষ্টিয়া-৪ খোকসা-কুমারখালী আসনে নির্ভুল জরিপ অনুযায়ী এবারের নির্বাচনে মনোনয়ন পাওয়ার দিক থেকে জনপ্রিয়তার শীর্ষে আছেন, এই আসনের সাবেক সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আস্থা ভাজন পরিবার,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,জাতীর পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শহীদ গোলাম কিবরিয়া এমপি।তারই সুযোগ্য পুত্র খোকসা-কুমারখালী আসনের(এমপি) গন মানুষের নেতা মরহুম আবুল হোসেন তরুন।পরবর্তিতে তারই সহধর্মীনি বেগম সুলতানা তরুনকে জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন দিলে বিপুল ভোটের ব্যাবধানে বিএনপির সৈয়দ মেহেদী রুমিকে পরাজিত করে এ আসনটি পুনরুদ্ধার করে মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দেন। বিগত ২০০৮ সালে সংসদ সদস্য থাকা সময়ে খোকসা-কুমারখালী এলাকায় সাধারন মানুষের কল্যানে প্রচুর উন্নয়ন মুলক কর্ম-কান্ড করেছেন।যা আর কেউ করতে পারেনি। বর্তমান এখানকার আওয়ামীলীগের সাধারন নেতা-কর্মীরা বলেছেন, আমাদের এই আসনে মনোনয়ন যুদ্ধে আওয়ামীলীগের মধ্যে যে গ্রুপিং এর সৃষ্টি হয়েছে একমাত্র বেগম সুলতানা তরুন মনোনয়ন পেলে তা নিরসন হওয়া সম্ভব । বর্তমান দীর্ঘদিন যাবত তিনি খোকসা-কুমারখালীর প্রত্যেকটা ইউনিয়ন, ওয়ার্ড, পাড়া-মহল্লা, গ্রামন্তরে চষে বেড়াচ্ছেন এবং জননেত্রী শেখ হাসিনার সমস্ত উন্নয়ন মুলক কর্ম-কান্ড সাধারন মানুষের সামনে তুলে ধরছেন । সাধারন মানুষের বিপদে-আপদে পাশে থেকে তাদের দুঃখ-কষ্টের কথা শুনছেন, তাদের দুঃখ-কষ্ট অনুধাবন করে লাঘব করার অবিরত প্রানপন চেষ্টা করে যাচ্ছেন । তিনি বিভিন্ন রাজনৈতিক, আওয়ামীলীগ, যুবলীগ, শ্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, যুব মহিলালীগ, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় কর্মসূচি-কর্মকান্ডে স্বতঃস্ফুর্ত উপস্থিতি বজায় রেখেছেন । পথসভা/ ওয়ার্ডসভা/ উঠান বৈঠকের মাধ্যমে মুজিবীয় চেতনাকে জনে-জনে/ঘরে-ঘরে ছড়িয়ে দেওয়ার জন্য দীর্ঘদিন যাবত কুষ্টিয়া-৪ খোকসা-কুমারখালী আসনের প্রতিটি মানুষের কাছে ছুটে চলেছেন অবিরাম । এ ব্যাপারে সাবেক জনপ্রিয় সংসদ সদস্য বেগম সুলতানা তরুনের কাছে ফোনে জানতে চাইলে তিনি বলেন, আওয়ামীলীগের সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা বিগত কালে যাকেই নৌকা প্রতীক দিয়েছেন আমরা তার জন্যই নিরলস ভাবে কাজ করেছি এবং এবারও তিনি যাকেই নৌকা দিবেন আমি নৌকাকে জেতানোর জন্য তার সাথে হয়েই কাজ করবো ইনশাল্লাহ । বিশ্ব শান্তির অগ্রদুত, গনতন্ত্রের মানসকন্যা, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র রুপকল্প ২০২১ ও ২০৪১ ভিশন বাস্তবায়নে ৭৮/ কুষ্টিয়া-৪ খোকসা-কুমারখালী আসনের গরীব-দুঃখী খেটে খাওয়া সাধারন মেহনতী মানুষের প্রান ও জনপ্রিয় নেত্রী বেগম সুলতানা তরুনকে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসাবে দেখতে চায় খোকসা-কুমারখালী বাসী ।

এই সংবাদ টি সবার সাথে শেয়ার করুন




দৈনিক ইন্টারন্যাশনাল.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।  © All rights reserved © 2018 dainikinternational.com
Design & Developed BY Anamul Rasel