সোমবার, ২৯ মে ২০২৩, ১২:৩৯ পূর্বাহ্ন
সৈয়দ আলী আহসানঃ নেতৃত্ব, ব্যক্তিত্ব, মেধা ও দায়িত্ববোধের এক অপুর্ব সম্বন্নয়,বঙ্গবন্ধুর আর্দশে উজ্জেবিত, বাংলাদেশ আওয়ামীলীগ উত্তরা পুর্ব থানার সহসভাপতি,খোকসা কুমারখালীর কৃতিসন্তান তরুন প্রজন্মের গর্ব,রাজপথের প্রতিবাদি কন্ঠস্বর সংগ্রামী নেতা প্রকৌশলী,বসির উদ্দিন কুষ্টিয়া ৪ (৭৮ খোকসা কুমারখালী) মনোনয়ন জমা দিলেন বাংলাদেশ আওয়ামীলীগের ধানমন্ডি কার্যালয়। এসময় তিনি বলেন নেত্রী যাকেই নৌকা দিবে আমি স্বতস্ফুর্ত ভাবে কাজ করবো।এ সময়ে দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সব শেষে তিনি বহুমাত্রিক ব্যক্তিত্ব, তিনি রাজনীতিবিদ, তিনি কর্মীবান্দব, তিনি সংগঠক আর সব শেষে তিনি বিজয়ী মুজিব যোদ্ধা