বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্টঃ গতকাল রোববার বিকেলে রাজশাহী কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকা থেকে এক হাজার ৭০ পিস ইয়াবা সহ কাওছার আলী ও শারমিন আক্তার মিতু নামে দুই জনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।
কাওছার আলী গুড়িপাড়ার মৃত গোলশের রহমানের ছেলে এবং শারমিন আক্তার মিতু হচ্ছে একই এলাকার আব্দুর রাকিবের স্ত্রী।
নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদ পেয়ে গুড়িপাড়ায় অভিযান চালায় পুলিশ। এ সময় গুড়িপাড়া পূর্বপাড়া এলাকা থেকে ৭০ পিস ইয়াবাসহ আটক করা হয় কাওছারকে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকার মাদক ব্যবসায়ী রাকিবের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে এক হাজার পিস ইয়াবাসহ রাকিবের স্ত্রী শারমিন আক্তার মিতুকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় কাশিয়াডাঙ্গা থানায় এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে নেয়ার হবে।