সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৩ পূর্বাহ্ন

ঘোষনা :
  সম্পূর্ণ আইন বিষয়ক  দেশের প্রথম দৈনিক পত্রিকা   দৈনিক ইন্টারন্যাশনাল এর  পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা   । 
এবার খোদ নেদারল্যান্ডসের টেলিভিশন ব্যক্তিত্ব এমিল রাটেলব্যান্ড বয়স কমানেরা আবেদন করলেন আদালতে

এবার খোদ নেদারল্যান্ডসের টেলিভিশন ব্যক্তিত্ব এমিল রাটেলব্যান্ড বয়স কমানেরা আবেদন করলেন আদালতে

এমিল রাটেলব্যান্ড (ছবি ইন্টারনেট হতে প্রাপ্ত)

ইন্টারন্যাশনাল ডেস্কঃ এবার নেদারল্যান্ডর এক ব্যাক্তি বয়স কমানোর জন্য আদালতের দারস্থ হলেন। ওই ব্যক্তির নাম এমিল রাটেলব্যান্ড। তিনি নেদারল্যান্ডসের টেলিভিশন ব্যক্তিত্ব। তার জন্ম ১১ মার্চ ১৯৪৯। তিনি আদালতে আবেদন করেছেন তার বয়স ১১ মার্চ ১৯৬৯  নির্ধারন করার জন্য। নেদারল্যান্ডসের পূর্বাঞ্চলীয় একটি শহরের স্থানীয় আদালত চার সপ্তাহের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

তিনি বলেন ৬৯ বছর বয়সে আমার অনেক সীমাবদ্ধতা থাকবে। কিন্ত ‍যদি আমার বয়স ৪৯ বছর হয় তাহলে আমি বেশী কাজ করতে পারব, ভিন্ন ধরনের গাড়ী চালতে ও নতুন বাড়িও কিনতে পারব।

কিন্তু আইনি লড়াইয়ে রাটেলব্যান্ডের বিজয়ী হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কিন্তু যদি আদালত রায় দেন রাটেলব্যান্ডের পক্ষে তাহলে তার সরকার থেকে পাওয়া অবসর ভাতা বন্ধ হয়ে যাবে।

 

সুত্রঃ ইন্টারনেট হতে প্রাপ্ত

এই সংবাদ টি সবার সাথে শেয়ার করুন




দৈনিক ইন্টারন্যাশনাল.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।  © All rights reserved © 2018 dainikinternational.com
Design & Developed BY Anamul Rasel