সোমবার, ২৯ মে ২০২৩, ১২:৪৫ পূর্বাহ্ন
বিশ্বাস করো না তোমার চারপাশে যারা আছে
সবাই বিশ্বাস ঘাতক, তোমাকে ঠকাবে;
আমৃত্যু কোনদিন পারবে না বিজয়ী হতে
যন্ত্রনার আগ্নেয়গীরিতে আত্মহুতি দিতে হবে॥
জীবন নৌকার তুমি নাবিক নও, তোমার জ্ঞান
যদি পারো প্রকৃতির কাছ হতে নাও, দুহাত ভরে;
হাজারো বছর ধরে যারা অর্জন করেছে সমাজ হতে
তাদেরকে জানো, কবে কিভাবে পেয়েছিলো কোথা হতে॥
আমি পারিনি অবিশ্বাসী বলে, সবার মতে
জানি সবাই মিছে, চিরন্তন সত্য বলে কিছু নেই;
জানার বাইরে যা থাকে, তাহা মনে হয়
মহাসত্য বলে, আর সবই মিছে সবই মিছে॥