বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০১:৩৪ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্টঃ গত রবিবার দিবাগত রাতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি এলাকায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ দাবী করেছে নিহত ব্যক্তি একজন কুখ্যাত ডাকাত।
জেলা পুলিশের অতিরিক্ত সুপার (সার্কেল এ) সাইফুর রহমান জানিয়েছেন, রবিবার মধ্যরাতে টহল পুলিশের একটি দল বেতগাড়িতে গেলে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে ডাকাত দলের বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে এক ব্যক্তি নিহত হন। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বন্দুকযুদ্ধে ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।