শনিবার, ২৭ Jul ২০২৪, ০৬:২৫ পূর্বাহ্ন

ঘোষনা :
  সম্পূর্ণ আইন বিষয়ক  দেশের প্রথম দৈনিক পত্রিকা   দৈনিক ইন্টারন্যাশনাল এর  পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা   । 
হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে ধানের শীষ প্রতীকের নাম সংশোধন চেয়ে

হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে ধানের শীষ প্রতীকের নাম সংশোধন চেয়ে

ইন্টারন্যাশনাল ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জন্য বরাদ্দকৃত ‘ধানের শীষ’ প্রতীকের নাম সংশোধন চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে ধানের শীষ হিসেবে বিএনপি যে প্রতীক ব্যবহার করছে তা ধানের ছড়া, আসলে তারা কী ধানের শীষ ব্যবহার করবে, না ধানের ছড়া ব্যবহার করবে সে নির্দেশনা চাওয়া হয়েছে।

বিএনপির প্রতীকের সঙ্গে ধানের শীষের ছবির মিল নেই, ধানের ছড়ার মিল রয়েছে উল্লেখ করে আজ সোমবার (১৯ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন আইনজীবী হারুন উর রশীদ।

রিটে নির্বাচন কমিশন, বিএনপির মহাসচিবসহ সংশ্লিষ্ট ৬ জনকে বিবাদী করা হয়েছে।

রিটকারী আইনজীবী বলেন, ‘আবেদনটি দায়ের হয়েছে। এখন হাইকোর্টের কার্যতালিকায় এলে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটির শুনানি হতে পারে।’

হারুন উর রশীদ আরও বলেন, ‘‘বিএনপি যে প্রতীকে নির্বাচন করছে, তা ভুল। কারণ, তারা বলছে, ‘ধানের শীষ’ কিন্তু ছবিতে দেখা যাচ্ছে ‘ধানের ছড়া’। অর্থাৎ ছবির সঙ্গে প্রতীকের নামের কোনও মিল নেই। ধানের শীষ আর ধানের ছড়া একই ধরনের না। বিএনপির প্রতীক হচ্ছে ধানের ছড়া। তাই তাদের প্রতীক ঠিক থাকবে কিন্তু ধানের শীষের পরিবর্তে লিখতে হবে ধানের ছড়া।’’

বিএনপি এর আগেও কয়েকবার ক্ষমতায় ছিল উল্লেখ করে হারুন উর রশীদ আরও বলেন, ‘সে সময় তারা প্রতীক বা প্রতীকের নাম সংশোধন করেনি। এটা তাদের ভুল ছিল। ১৯৯১ সালে আমি এই ভুলটি তাদের দৃষ্টিগোচর করলেও তারা সংশোধন করেনি। তাই প্রতিকার চেয়ে নড়াইলের এক বাসিন্দার পক্ষে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আমি আইনজীবী। আমার কোনও রাজনৈতিক পরিচয় নেই। আমি এবং আমার মক্কেল কোনও রাজনীতি করি না। আমার কাছে মামলার ফাইল না থাকায় এ মুহূর্তে রিটকারীর নাম বলা সম্ভব হচ্ছে না। এই রিটের পর বিএনপির প্রতীকের নাম আসন্ন জাতীয় নির্বাচনে করতে হবে, এমন নয়।’

তবে চাইলে নির্বাচনের পরেও নাম পরিবর্তন করতে পারে বলে রিটে নির্দেশনা চাওয়া হয়েছে বলেও তিনি জানান।

সুত্রঃ lawyersclubbangladesh.com

এই সংবাদ টি সবার সাথে শেয়ার করুন




দৈনিক ইন্টারন্যাশনাল.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।  © All rights reserved © 2018 dainikinternational.com
Design & Developed BY Anamul Rasel