শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৯:৩৪ পূর্বাহ্ন

ঘোষনা :
  সম্পূর্ণ আইন বিষয়ক  দেশের প্রথম দৈনিক পত্রিকা   দৈনিক ইন্টারন্যাশনাল এর  পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা   । 
সংবাদ শিরোনাম :
শেকড়ের সন্ধানে সাঁইজির ধামেঃ লালন কি জাত সংসারে— রক্তাক্ত মাহমুদুর রহমানের কুষ্টিয়ায় আগমন বনাম দুধের মাছিদের আনাগোনা! জনপ্রশাসন, জেলা প্রশাসক ও স্যার সম্বোধন কতটা সংবিধান ও আইনসম্মত! ক্রেতা ঠকে গেলে বিক্রেতার বিরুদ্ধে যত আইনগত প্রতিকার! আইনে জামিন চর্চা বনাম বিচারকের পদত্যাগের দাবীতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ! নিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের থেকেই ভিসি নিয়োগের অনুরোধ ইবি শিক্ষকদের সংবিধান সংস্কারঃ সংশোধন না-কি পুনর্লিখন?  সেনাবাহিনীর বিচারিক ক্ষমতাঃ আইন কি বলে? ভূমি অধিগ্রহণে কোনো প্রশ্ন উত্থাপিত হলে কী করবেন? ইবির জিওগ্রাফী বিভাগ: শিক্ষার্থীদের কাছে দরখাস্ত দিয়ে পদত্যাগ করলেন সভাপতি
৪০জন বিচার বিভাগীয় কর্মকর্তা ভারতে যাচ্ছেন প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য

৪০জন বিচার বিভাগীয় কর্মকর্তা ভারতে যাচ্ছেন প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য

প্রতীকি ছবি

ইন্টারন্যাশনাল ডেস্কঃ ৪০জন বিচার বিভাগীয় কর্মকর্তা ভারতে যাচ্ছেন প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য।ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমীতে আগামী ৭ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

এ তথ্য জানা গেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়য়ের সিনিয়র সহকারী সচিব মোঃ নুরুল আলম সিদ্দীক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে এ প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণের জন্য ৪০জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দিয়েছে সরকার।

তারা হলেনঃ- আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা মোহাম্মদ কাওসার, ঢাকার প্রশাসনিক ট্রাইব্যুনাল – ১ এর সদস্য মোঃ ইসরাইল হোসেন, মুন্সিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম শিরীন কবিতা আখতার, কুমিল্লার জেলা ও দায়রা জজ কে এম সামছুল আলম, রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ মনসুর আলম, খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোঃ আব্দুর রব হাওলাদার, কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কিরণ শঙ্কর হালদার, চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আব্দুল মান্নান, খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ইসমাইল, খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোহাঃ মহিদুজ্জামান, শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আখতারুজ্জামান, চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিক, নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোঃ মাহবুবুর রহমান, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক একিউএম নাসির উদ্দিন, ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ, পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ মিজানুর রহমান, মাদারীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোসাম্মৎ দিলরুবা সুলতানা, কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোঃ সোলায়মান, রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোঃ রোকনুজ্জামান, বগুড়ার বিশেষ জজ আদালতের বিচারক মোঃ এমরান হোসেন চৌধুরী, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের উপ-সচিব শাহরিয়ার কবির, ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মোঃ আল-মামুন, নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ মজিবুর রহমান, রাজশাহীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাঃ ইমদাদুল হক, রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আব্দুল মজিদ, চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদাউস চৌধুরী, ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রদীপ কুমার রায়, খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ হায়দার আলী খোন্দকার, ঢাকার দ্বিতীয় কোর্ট অব সেটেলমেন্ট এর সদস্য বেগম মাকসুদা পারভীন, সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ  মোঃ জাকির হোসেন খান, কুড়িগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আশিকুল খবির, রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ.বি.এ.এম. গোলাম রসুল, সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আমিরুল ইসলাম, ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম জিনাত সুলতানা, কুষ্টিয়ার যুগ্ম জেলা ও দায়রা জজ শেখ মোহাঃ আমিনুল ইসলাম, ময়মনসিংহের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মোঃ মোমিনুল ইসলাম, কুমিল্লার যুগ্ম জেলা ও দায়রা জজ বেগম সেলিনা আক্তার, ফেনীর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মোঃ আব্দুল হান্নান, গাইবান্ধার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক এ.কে.এম. কামাল উদ্দিন এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-পরিচালক আল আসাদ মোঃ মাহমুদুল ইসলাম।

এ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আগামী ৫ ডিসেম্বর ভারতের উদ্দেশ্যে রওনা হবেন এ ৪০জন বিচার বিভাগীয় কর্মকর্তা এবং প্রশিক্ষণ শেষে দেশে ফিরে আসবেন ২৩ ডিসেম্বর।  ভারত সরকার এ প্রশিক্ষণের যাবতীয় ব্যয়ভার বহন করবে।

 

এই সংবাদ টি সবার সাথে শেয়ার করুন




দৈনিক ইন্টারন্যাশনাল.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।  © All rights reserved © 2018 dainikinternational.com
Design & Developed BY Anamul Rasel