বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ন
ইন্টারন্যাশনাল ডেস্কঃ এবার বদলী করা হলো ১৩৭ জন বিচার বিভাগীয় কর্মকর্তা কে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিশিয়াল সার্ভিসে কর্মরত সহকারী জজ, সিনিয়র সহকারী জজ বা সম পদমর্যাদার এই বিচার বিভাগীয় কর্মকর্তাদের বদলী করা হয়
গত সোমবার (১৯ নভেম্বর) রাষ্ট্রপতির নির্দেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিশিয়াল সার্ভিসে কর্মরত এ সকল সদস্যকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বদলিকৃত কর্মস্থলে নিয়োগ করা হয়েছে। আগামী ২২ নভেম্বর বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে আগামী ২৬ নভেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।