সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৭:১২ পূর্বাহ্ন
সৈয়দ আলী আহসানঃ ৭৮,কুষ্টিয়া -৪ খোকসা কুমারখালীর সাধারন জনতার মুখে মুখে বেগম সুলতানা তরুনের কথা। একাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর।যতোই দিন যাচ্ছে ততোই নেতা কর্মীরা উজ্জীবিত,উৎফুল্ল,ব্যাস্ততা বেড়েই চলছে।বাড়ছে প্রচার,প্রচারনা।অত্যান্ত গুরুত্বপুর্ন এ আসনটি।মঙ্গলবার এ আসনটিতে বিভিন্ন জায়গায় ঘুরে জানা যায়,নিজ নিজ স্থান থেকেই প্রস্তুত নেতা কর্মীরা।এ আসনে একাধিক যোগ্য নেতা মনোনয়ন প্রত্যাশী হলেও সাধারন জনতার মুখে মুখে ভাসছে সাবেক জনপ্রিয় এমপি বেগম সুলতানা তরুনের নাম।সরেজমিন ঘুরে সাবেক ছাত্র নেতা রাসেল বলেন,এ আসনে শহীদ গোলাম কিবরিয়া,আবুল হোসেন তরুন,বেগম সুলতানা তরুন এরাই খোকসা কুমারখালীর উন্নয়নে অভূত পরিমান উন্নয়ন করেছেন।বেগম সুলতানা তরুন সকল শ্রেনীর মানুষের খোজ খবর রাখেন।সুবিধা অসুবিধার,ও সমাধানের চেষ্টা করেন।যা আর কোন এমপি করে নাই। সাবেক ছাত্রলীগের নেতা রমনীকান্ত বলেন,সবাই তার সাথে কথা বলতে পারে,তার বাড়িটি জনসাধারনের জন্যে উন্মুক্ত।আমরা ঐতিহ্যবাহী আওয়ামী পরিবারে মনোনয়ন ও নৌকা প্রতীকে দেখতে চাই। দেশরত্ন গনতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা ২০০৮ সালে সুলতানা তরুনকে দলীও মনোনয়ন দিলে আওয়ামীলীগের হারিয়ে যাওয়া আসনটি পুনঃরূদ্ধার করেন। তাই খোকসা কুমারখালীর জনগনের একটাই দাবী এ আসনটিতে বেগম সুলতানা তরুনই পারবে বিজয়ের মাধ্যমে জননেত্রীকে নৌকা উপহার দিতে।মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি,বেগম সুলতানা তরুন বলেন,শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল খাতে উন্নয়ন হয়েছে। ধারাবাহিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নাই।