শনিবার, ২৭ Jul ২০২৪, ০৬:২৪ পূর্বাহ্ন

ঘোষনা :
  সম্পূর্ণ আইন বিষয়ক  দেশের প্রথম দৈনিক পত্রিকা   দৈনিক ইন্টারন্যাশনাল এর  পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা   । 
এবার হাইকোর্টে রিট আবেদন করা হলো সিইসি এবং চার কমিশনারের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে

এবার হাইকোর্টে রিট আবেদন করা হলো সিইসি এবং চার কমিশনারের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে

ইন্টারন্যাশনাল ডেস্কঃ এবার হাইকোর্টে রিট আবেদন করা হলো প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং চার কমিশনারের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে।আবেদনে বাতিল চাওয়া হয়েছে নির্বাচন কমিশনারদের নিয়োগ সংক্রান্ত গেজেট।

আজ রিট আবেদনটি শুনানির জন্য  বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো: আশরাফুল কামালের বেঞ্চের কার্যতালিকায় রয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী দেলোয়ার হোসেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায়  গতকাল এই আবেদন দাখিল করেন।

আবেদনে প্রধান নির্বাচন কমিশনার, চার নির্বাচন কমিশনার, আইন সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।

রিটকারীর আইনজীবী ইউসুফ আলী জানিয়েছেন, রিট আবেদনে দুটি যুক্তি তুলে ধরা হয়েছে। এর একটি হচ্ছে, সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী আইন প্রণয়ন করে নির্বাচন কমিশন গঠনে স্পষ্ট নির্দেশনা রয়েছে। কিন্তু এ আইন না করেই কমিশন গঠন করা হয়েছে। এছাড়া সংবিধানে বলা আছে, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে। কিন্তু তারা সরকারি আমলা হওয়ায় অতীতে তাদের স্বাধীনভাবে কাজ করার কোনো অভিজ্ঞতা ছিলো না।

 

এই সংবাদ টি সবার সাথে শেয়ার করুন




দৈনিক ইন্টারন্যাশনাল.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।  © All rights reserved © 2018 dainikinternational.com
Design & Developed BY Anamul Rasel